চুয়াডাঙ্গায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ৬ কেজি গাঁজাসহ জনি আক্তার (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মাদক কারবারি উপজেলার দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, রাতে রাঙ্গিয়ার পোতা গ্রামে দর্শনা থানার এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দর্শনা থানাধীন নতুনপাড়া গ্রামের জনৈক মোসলেম উদ্দীনের বাড়ির সামনে রাঙ্গিয়ারপোতা হতে সিংনগরগামী পাঁকা রাস্তার ওপর ওঁৎ পেতে বসে থাকে। ওই সময় একটি ইজিবাইকে এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ইজিবাইকসহ যুবক জনি আক্তারকে আটক করে। পরে তার গাড়ি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *