চুয়াডাঙ্গার উপর দি‌য়ে ব‌য়ে যা‌চ্ছে তীব্র তাপদাহ

Share Now..

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

আজ শুক্রবার চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে।  এই নি‌য়ে আজসহ টানা ৫ দিন চুয়াডাঙ্গার উপর দি‌য়ে বয়ে যাচ্ছে মাঝা‌রি থে‌কে তীব্র তাপপ্রবাহ। 

আজ শুক্রবার (২ জুন) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে ব‌লেন,  আজ ও গত ৪ দিন এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝা‌রি থে‌কে তীব্র তাপপ্রবাহ। গত সোমবার (২৯ মে) সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ মে) সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (৩১ মে) সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পাতবার (১ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশ‌মিক ৬ ডিগ্রি সেল‌সিয়াস এবং আজ শুক্রবার (২ জুন) স‌র্বোচ্চ ৪০ ডিগ্রী সেল‌সিয়াস তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাসরিন বলেন,  চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থে‌কে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৩৬ শতাংশ। এই তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৩১ শতাংশ। 

তিনি আরও জানান, অসহ্য গরম অনুভূত হওয়ার কারণ বাতাসে জলীয় বাষ্প বেশি। বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এধারা আরও কিছুদিন অব্যহত থাকবে।  

দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ অঞ্চলে দু-তিনদিনের মধ্যে তেমন সম্ভাবনা নেই।  #  #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *