চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে মামুন ভ্যারাটিজ ষ্টোরে ঘরের ছাউনির টিন কেটে দুর্ধর্ষ চুরি

Share Now..


হিজলগাড়ী প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে মামুন ভ্যারাটিজ ষ্টোরে ঘরের ছাউনির টিন কেটে নগত টাকাসহ মালামাল চুরি হয়েছে। গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে। হিজলগাড়ী বাজার ক্যাম্প পুলিশ এবং বাজারে নাইটগার্ড থাকার পরও এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটাই চরম আতঙ্কিত ভুগছে বাজারে ব্যবসায়ীরা।
জাগাগেছে,চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে ত্রিমনিতে মামুন ভ্যারাটিজ ষ্টোরে ঘরের ছাউনির টিন কেটে দোকানে ভিতরে প্রবেশ করে ড্রয়ারে ভেঙে নগত ১ লক্ষ টাকা, সিগারেটসহ অন্যন্য মালামাল নিয়ে গিয়েছে চোরচক্র। মামুন বলেন- আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি।তার পরের দিন সকালে দোকান খুলে দেখি আমার দোকানে ভিতরে ক্যাশ ড্রায়ার ভাঙ্গা,দোকানে ভিতরে মালামাল মেজেতে ছিটানো।এর পর দেখি দোকানের ছাউনির টিন কাটা।চোরেরা ঐ টিন কেটে ভিতরে প্রবেশ করে আমার ক্যাশ ড্রয়ারে রাখা নগত ১ লক্ষ টাকা ও সিগারেটসহ প্রায় ৪ লক্ষ টাকার চুরি করেছে চোর চক্র।আমি অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসায়া করছিলাম।চোরেরা আমাকে সবকিছু নিয়ে গেছে।আমার চলার মত কিন্তু থাকলো না,আমি এখন এনজিও ঋণ দিবো কিভাবে।
বাজারে পুলিশ ক্যাম্প ও নাইট গার্ড থাকার পরও একের পর এক এমন দুর্ধষ চুরির ঘটনা ঘটায় চরম আতঙ্কে দিন কাটাছে বাজারে ব্যবসায়ীরা।

1,480 thoughts on “চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে মামুন ভ্যারাটিজ ষ্টোরে ঘরের ছাউনির টিন কেটে দুর্ধর্ষ চুরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *