চুয়াডাঙ্গা ক্রীড়া অফিসারের পদত্যাগের দাবিতে খেলোয়াড়দের মানবন্ধন
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
দূর্নীতিবাজ ক্রীড়া অফিসার আমানউল্লাহ আহমেদের পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অংশ নিয়ে খেলোয়াড়রা বলেন, আশপাশের জেলাগুলোতে বছরব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু বর্তমান ক্রীড়া অফিসার আমানউল্লাহ সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাগ্নী জামাই হওয়ার সুবাদে চুয়াডাঙ্গার ক্রীড়া অঙ্গনে কোন ধরনের খেলাধুলার আয়োজন করেননি। ক্রীড়া অধিদপ্তর থেকে বাৎসরিক যে বাজেট জেলা পর্যায়ে দেওয়া হতো তা খেলাধুলার কাজে ব্যয় না করে দূর্নীতির মাধ্যমে পকেটভারী করেছে। বক্তারা আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, বর্তমান ক্রীড়া অফিসারকে এই সময়ের মধ্যে চুয়াডাঙ্গা থেকে বদলী না করলে তার বিরুদ্ধে কঠোর আন্দালন গড়ে তোলা হবে। পরে ক্রীড়া অফিসারের বদলীর দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় আব্দুস সালাম, ক্রীড়া সংগঠক রাফিতুল্লাহ মহলদার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপুল হাসান হ্যাজিসহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।