চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৯টি অবৈধ অস্ত্র উদ্ধার

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত থেকে ৯টি অত্যাধুনিক বিদেশী এয়ার গান উদ্ধার করেছে বিজিবি।

শনিবার রাত ১১টার চোরাচালানিকে ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় এই এয়ার গান উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ব্যাটালিয়ন (বিজিবির) পরিচালক শাহ মোঃ ইশতিয়াক (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিত্বে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর রাত্রীকালীন টহল কমান্ডার নায়েক ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলার ৮৫/৮৬-টি এর নিকট শূন্য রেখার পাঁকা রাস্তার পার্শ্বে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।এ সময় রাত ১১টার দিকে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি’র টহলদল তাকে ধাওয়া করে। তখন সে বস্তা ফেলে দৌড়ে ভারতে পালিয়ে যায়। পরে ঐ বস্তার ৩টি কার্টুন থেকে ৯টি অত্যাধুনিক বিদেশী এয়ার গান উদ্ধার করা হয়। এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলাসহ এয়ার গানগুলো জমা দেওয়া হয়েছে।

815 thoughts on “চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৯টি অবৈধ অস্ত্র উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *