চুয়াডাঙ্গা ৬ বিজিবি প্রায় ৪শ’ বোতল ফেন্সিডিল আটক করেছে
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা ৬ বিজিবি সদস্যরা মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এসব ফেন্সিডিল আটক করে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনস্থ মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১০৭ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর মাঠ নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান মঙ্গলবার দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৭/২-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর গ্রামের আমবাগানের মধ্যে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত সর্বমোট ৩৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল পরবর্তী আইনগত কার্যক্রম শেষে বিধি মোতাবেক ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হবে।