চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরের পিয়ারাতলায় মা-বাবা এগ্রো ফুড রাইচ মিলের বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা-বাবা এগ্রো ফুডের একটি বয়লার মেরামতের কাজ করছিলেন ফয়সাল। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে মারাত্নক ভাবে আহত হয় ফয়সাল।
এসময় তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।