চুয়াডাঙ্গার পল্লী এ্যাম্বুলেন্সগুলোর বেহালদশা!

Share Now..

চুয়াডাঙ্গাঃ

পল্লী এলাকার জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ও দুর দুরান্ত থেকে রোগী বহন করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ততকালীন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারীর উদ্যোগে সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে দেওয়া পল্লী এ্যাম্বুলেন্সগুলো এখন অকেজো হয়ে পড়ে আছে। যেনো দেখার কেউ নেই। প্রান্তিক জনগোষ্টির সেবার কাজে নিয়োজিত পল্লী এ্যাম্বুলেন্সগুলোরই এখন সেবার প্রয়োজন।

জানা গেছে, চুয়াডাঙ্গার তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর উদ্দ্যোগে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা, কুতুবপুর, শংকরচন্দ্র,বেগমপুর, তিতুদহ, মোমিনপুর,কুতুবপুর ইউনিয়নে গরীব-দুঃখী মানুষের জন্য পল্লী এ্যাম্বুলেন্স সেবা চালু করেন। কিছু দিন বেশ ভালো ভাবেই চলছিলো। এখন সব গুলোই অকেজো হয়ে পড়ে আছে।

যেনো দেখার কেউ নেই। ৭টি ইউনিয়নের প্রতিটি পল্লী এ্যাম্বুলেন্সই পঙ্গু হয়ে পড়ে আছে।সঠিক পরির্যার অভাবে এগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। পল্লী এ্যাবুলেন্সগুলোর ঠাঁই হয়েছে ইউনিয়ন পরিষদের ভাগাড়ে। দ্রুতটি পল্লী এ্যাম্বুলেন্সগুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *