চুয়াডাঙ্গা’র ব্যাংকের নিরাপত্তা নিয়ে শাখা ব্যবস্থাপকদের সাথে পুলিশ
সুপারের মতবিনিময়
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার সকল ব্যাংকের নিরাপত্তার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের সাথে
পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক ম্যানেজারদের বিভিন্ন
নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, সাধারণ মানুষের জমানো টাকা এবং
মূল্যবান জিনিসপত্র ব্যাংকে (লকারে গচ্ছিত) জমানো থাকে। এসব ব্যাংক থেকে
দৈনিক লেনদেন হয়ে থাকে। কাজেই ব্যাংকের নিরাপত্তার বিষয়টি সকলকেই ভাবতে
হবে। আপনারা ডিজিটাল সার্ভিলেন্স সিস্টেমের আওতায় ব্যাংকের ভেতরে এবং
বাইরে পর্যাপ্ত সংখ্যক সিসিক্যামেরা স্থাপন করবেন। ব্যাংকের চারিদিকে
নিরাপত্তা বেষ্টনী দেবেন যাতে করে কেউ অপরাধের উদ্দেশ্যে ভিন্ন পন্থায়
অসৎ উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করতে না পারে। আপনাদের ব্যাংকের নিরাপত্তা
কর্মীদের অস্ত্র চালনা প্রশিক্ষণ দিবেন, তাদের ব্যক্তিগত তথ্যাদি পুলিশের
মাধ্যমে যাচাই-বাছাই করে নিবেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং ব্যাংকের
সম্মানিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Challenge accepted – dive into the world of gaming Lucky Cola