চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে “গুজব প্রতিরোধে করণীয়” শীর্ষক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে
১২ টায় অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান ছিলেন জেলা প্রশাসক
আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,
চুয়াডাঙ্গা ৬ বিজিবি`র মেজর মাহাবুর রহমান।
বক্তব্য রাখেন, সাংবাদিক মানিক আকবর (ইন্ডিপেনন্ডেন্ট টিভি), এম,
এ মামুন (৭১ টিভি), শাহ আলম সনি (প্রথম আলো), জিসান আহাম্মেদ (যমুনা
টিভি), সরদার আল আমিন (সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা), জান্নাতুল আওলিয়া
নিশি (সম্পাদক দৈনিক আকাশ খবর) প্রমুখ।
সভায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন
ভিত্তিক মাধমে গুজব ছড়ানোর বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। হুজব
ছড়ানো চুয়াডাঙ্গার কয়েকটি ফেসবুক গ্রুপের এডমিনকে চিহৃত করতে
পুলিশের সাইবার অপরাধ বিভাগ কাজ করছে বলে জানান পুলিশ সুপার
আব্দুল্লাহ আল মামুন।
Level up faster with daily quests and bonuses! Lucky Cola