চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় আহত দুই তরুণের কাছে মিললো ৮১ বোতল ফেনসিডিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী শিপ্লব হোসেন
(২০) ও আল আমিন (২২) নামে দুই তরুণের শরীর থেকে বিশেষ কৌশলে লুকানো ৮১
বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। সোমবার (১২ জুন) রাত ১১টার দিকে জীবননগর
উপজেলার পেয়ারাতলা ফুলতলা মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টার দিকে জীবননগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ফুলতলার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ
হারিয়ে এক নারীকে ধাক্কা দেন দুই তরুণ। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করতে গেলে দুই তরুণের শরীরে ফেনসিডিল দেখে পুলিশকে
জানায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের শরীর থেকে বিশেষ কায়দায় লুকানো ৮১ বোতল
ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাদের তিনজনকেই জীবননগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুই তরুণকে সদর হাসপাতালে ও ওই
নারীকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক।
ওই দুর্ঘটনায় আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল
মোমিনের ছেলে শিপ্লব হোসেন (২০), সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের
রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২২) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের
সোহেল রানার স্ত্রী পুনারা বেগম (৪০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, মঙ্গলবার সকালে
অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তারা সুস্থ
হলেই আদালতে তোলা হবে।
তিনি আরও বলেন, ওই দুই তরুণ আকুন্দবাড়িয়া এলাকা থেকে শরীরে বিশেষ কায়দায়
ফেনসিডিল লুকিয়ে মোটরসাইকেলে খুলনায় যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানিয়েছে।