চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও পিকআপভ্যানসহ দু’পাচারকারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে ৮০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় একটি পকআপ। শনিবার (২২ অক্টোবর) রাত ১২ টার উপজেলার নারায়নপুর গ্রামের মোড় থেকে অভিযান চালিয়ে আটক করে জীবননগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৬) ও একই গ্রামের আলী আহম্মদের ছেলে ইকবাল হোসেন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম রায়হান,ও নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নারায়নপুর গ্রামের মোড়ে অভিযান চালিয়ে পিকআপসহ দুজনকে আটক করে। পরে তাদের নিকট তল্লাশি চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক চুয়াডাঙ্গা প্রতিদিনকে বলেন, শনিবার রাতে নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola