চুয়াডাঙ্গায় সাংবাদিক পেটানোর হুমকিদাতা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধি;
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাংবাদিক শামীম রেজাকে হুমকি ধামকি ও দরজা বন্ধ করে লাঠিপেটার অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জানরে বদলিসহ বিভাগীয় শাস্তির দাবীতে দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের সামনে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসুচি পালন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

জেলা সাংবাদিক সমাজের আয়োজনে ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি মো নুরুন্নবির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আওয়াল হোসেন, সেক্রেটারী এস, এম ওসমান, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, ইকরামুল হক পিপুল, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী শামসুজ্জোহা পলাশ, তানজির ফয়সাল প্রমুখ।

সাংবাদিক নেতারা বক্তৃতায় বলেন আগামি এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত কৃষিকর্মকর্তাকে বদলি ও দৃস্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য রোববার জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা দামুড়হুদা কৃষি অফিসে তথ্য জানতে গেলে কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান উত্তেজিত হয়ে হুমকি ধামকি ও দরজা বন্ধ করে লাঠি পেটা করে তাড়ানোর কথা বলেন।

এ বিষয়ে রাতেই ঘটনার বিবরন দিয়ে সাংবাদিক শামীম রেজা দামুড়হুদা থানায় একটি ডাইরি করেন।

এ বিষয়ে অভিযুক্ত কৃষিকর্মকর্তা বলেছেন সাংবাদিকের সাথে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান একটি সাধারন ডাইরি হয়েছে,, একজন সাব ইন্সপেক্টর এর মাধ্যমে ঘটনা তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *