চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকলে আরোহী
রানা ইসলাম নিহত হয়েছেন। আজ বৃহ¯পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার
জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা ইসলাম (১৮) জয়রামপুর শেখ পাড়ার রাজা মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রানা ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেল
নিয়ে বাড়ি থেকে বের হয়ে দ্রুত গতিতে প্রধান সড়কে উঠতে গেলে একটি
ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রানা। পরে তাকে
উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আক্তার জানান,
রানা ইসলামের বুকে ও মাথায় প্রচন্ড লাগায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান,
দুর্ঘটনার খবর শুনেছি। পরিবারের কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।