চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবৈধযান মাটি বোঝায়
ট্রাক্টরের বোপরোয়া গতি কেড়ে নিল ১ সন্তানের জনক মিনাল হোসেনের (৩০)
প্রাণ।

নিহত মিনাল উপজেলার সদাবরি গ্রামের মৃত আত্তাবের ছেলে ও কার্পাসডাঙ্গা
এলাকায় মিমপেক্স এগ্রোক্যামিকেলস লিঃ কো¤পানির ফিল্ড অফিসার হিসেবে
কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা
বাজারের আরামডাঙ্গা বটতলায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনাল মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা থেকে রওনা
হয়ে কবরস্থানমোড়ে দিকে যাওয়ার সময় আরামডাঙ্গা বটতলা নামকস্থানে পৌছালে
পিছন থেকে দ্রুত গতিতে আসা অবৈধযান মাটি বোঝায় ট্রাক্টর পিছন থেকে
মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে মিনাল ছিটকে পড়ে গুরুতর
আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষয়টি
শুনেছি। লাশ পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে গেছে। মাটি বোঝায় ট্রাক্টর
আটক করে কার্পাসডাঙ্গা ফাঁড়িতে নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *