চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
Share Now..
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সড়কে দু`মোটরসাইকেলের
মুখোমুখি সংঘর্ষে রায়হান (৩২) নামে এক মোটরসাইরকল চালক মারাগেছে।
সে উপজেলার জয়রামপুর কলোনী পাড়ার মোঃ ফারুক হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুন কবির ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আইনি
ব্যবস্থা গ্রহণ করা হবে।
Top strategies for winning every game Lucky Cola
Enter the virtual world and unleash your gaming legend Lucky Cola