চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার সার ডিলারের কাছ থেকে সার কিনে ঝিনাইদহ জেলায় পাচারের সময় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ প্রধান সড়কের উপর থেকে একটি আলমসাধুসহ এই সার জব্দ করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার কর্মকর্তারা জানান, বিসিআইসি সার ডিলার আলী রেজার প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ৪০ বস্তা ইউরিয়া সার কেনেন ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর গ্রামের খুচরা ব্যবসায়ী আবু তালেব। ওই সার ঝিনাইদহে পাচারের সময় সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সারবাহী একটি আলমসাধু জব্দ করা হয়। তারা সারের ক্রেতা আবু তালেবের কাছে ক্রয় রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন।
খবর পেয়ে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সারভর্তি আলমসাধু পুলিশ ফাঁড়িতে নেয়া হয়।