চুয়াডাঙ্গা বসত ঘর থেকে বৃদ্ধর রক্তাক্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে বসত ঘর থেকে সব্বত সর্দ্দার (৮৫) নামে এক বৃদ্ধর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সব্বত সর্দ্দার ওই রামনগর গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে।
আজ রোববার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়েছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদশি সূত্রে জানাগেছে, রেববার সকালে নিহতর ছোট ছেলের স্ত্রী শিরিনা খাতুন শ্বশুর সব্বত সর্দ্দারকে ঘুম থেকে উঠতে না দেখে তার শয়ন কক্ষে ঢুকে দেখে মরদেহ ঘরের মেজেতে পড়ে আছে। এসময় তার চিৎকারে পরিবারের লেকজন ও স্থানীয়রা ছুটে এসে দেখতে পাই বৃদ্ধর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি থানার নেয়ার ব্যবস্থা করেন।
দামুড়হুদা মডেল অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) আব্দুল্লা আল মামুন বলেন, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর ক্লাবমোড় পাড়ার এক বৃদ্ধর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
Victory awaits Are you ready to claim it Lucky Cola
Challenge accepted – let’s game like pros Lucky Cola