চেন্নাইয়ের বিপক্ষে একাদশে কি থাকছেন লিটন?
Share Now..
অপেক্ষার অবসান শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় লিটন দাসের। তবে অভিষেক রাঙাতে পারেননি বাংলাদেশি এই ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান লিটন। আর তাই রোববার (২৩ এপ্রিল) চেন্নাইয়ের বিপক্ষে লিটনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।দিল্লির বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পর উইকেটের পেছনেও মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হন লিটন। এক ক্যাচ মিসের সঙ্গে মিস করেন দুইটি স্ট্যাম্পিং। আর তাই হারতে হয় দলকে। আর এতেই লিটনের ওপর বেশ ক্ষেপে যান কলকাতার সমর্থকরা।
তবে প্রথমে ম্যাচে মানিয়ে নিতে সময় লাগে কোন ক্রিকেটারের। আর তাই আরও একবার সুযোগ পেতেই পারেন লিটন। তাহলে আবারো জেসন রয়ের সঙ্গে ওপেন করতে দেখা যাতে পারে বাংলাদেশি এই ব্যাটারকে।
Every hero needs a story—begin yours today! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola