চোখে চোট পেয়েছেন অজয়, বন্ধ শুটিং

Share Now..

বলিউড অভিনেতা অজয় দেবগন বরাবরই নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। অ্যাকশন দৃশ্য বা অন্য কোনো রোমহর্ষক সিন সবটা নিজেই করেন। আর সেটা করতে গিয়েই পুনরায় আঘাত পেলেন তিনি। হিন্দুস্তান টাইমস বলছে, ‘সিংহাম ৩’-এর শুটিংয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা অজয়। তাও চোখে। এখন একাধিক চিকিৎসককে দেখাচ্ছেন তিনি দ্রুত সুস্থ হওয়ার জন্য। সূত্রের তরফে জুমকে জানানো হয়েছে, অজয় দেবগন আহত হওয়ার দরুন আটকে গেছে ‘সিংহাম ৩’-এর কাজ। সেই ব্যক্তির কথা অনুযায়ী, “অজয় আহত হওয়ার কারণে যেটা হয়েছে ‘সিংহাম ৩’-এর শুট ক্যানসেল হয়ে গেছে। ও এখনও সুস্থ হয়ে ওঠেনি। এক সপ্তাহ আগে শুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি।’’ আরেকটি সূত্রের তরফে টাইমস নাওকে জানানো হয়েছে, এখন যখন ফের শুটিং শুরু হবে তখন ‘সিংহাম ৩’-এর টিম আগে হায়দ্রাবাদে শুট করবে বলে মনে হচ্ছে। ২০২৪ এর শুরুর দিক থেকেই কাজ শুরু হয়ে যাবে। মুম্বাই শুট যেটা এই মাসে অর্থাৎ ২০২৩ এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটা এবার হায়দ্রাবাদ শিডিউলের পরই হবে। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিটিতে একাধিক বলিউড তারকা আছেন। অজয় দেবগন ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার, করিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, শ্বেতা তিওয়ারিসহ আরও অনেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *