চোট সারিয়ে অনুশীলনে মেসি
Share Now..
চ্যাম্পিয়ন্স লিগে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নামবে প্যারি সাঁজা। চোট কাটিয়ে নেইমারদের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন লিও মেসি।আর চ্যাম্পিয়ন্স লিগের মেসির অনুশীলনে ফেরা যে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে,তা বলার অপেক্ষা রাখে না। লিগ ওয়ানে লিয়ঁর বিরুদ্ধে খেলার সময়ই বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই আর পিএসজির জার্সিতে মাঠে নামতে পারেননি লিও মেসি।মেতজের বিরুদ্ধে নামার আগেই ঘোষণা করা হয় মেসির খেলতে না পারার কথা। এরপরের ম্যাচেও নামতে পারেননি তিনি। আর তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছিল মেসি ভক্ত সহ পিএসজির অসংখ্য সমর্থকের।