চৌগাছাতে নারী চোর আটক চুরি হওয়া সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় প্রসাধনীর দোকান হতে এক নারী চারকে আটক করেছেন ক্রেতা সাধারণ। শুক্রবার দুপুরে সাড়ে ১২ টার দিকে চৌগাছা স্বর্ণপট্টির জাহিদ কসমেটিকস এর দোকানে এই চুরির ঘটনা ঘটে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে এসে চুরি হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি চোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। ভুক্তভোগী ও দোকান মালিক জানান, ঈদকে সামনে রেখে কসমেটিকস এর দােকানে বেশ ভিড় সকাল থেকেই, সেই সাথে শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় ভিড় আর বেশি। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দিঘলসিংহ গ্রামের আমজাদ হােসেন স্ত্রী পরিছন বেগম (৫৫) সন্তানাদি ও নাতি-পুতির জন্য কসমেটিকস পন্য সামগ্রী কিনতে জাহিদের দোকানে আসেন। তার পিছু পিছু নেই ছিচকে মহিলা চোর খুলনার কয়রা এলাকার নুরজাহান বেগম ও তার সহযোগী। ভিড়ের মধ্যে দিঘলসিংহ গ্রামের পরিছন বেগমের ব্যাগ হতে সাড়ে ৪ হাজার টাকা তুলে নেয় চোর নুরজাহান বেগম এবং মুহুর্তে সেই টাকা তার সহকারীর হাতে দিয়ে ইশারায় সরে যেতে বলে। চুরির বিষয়টি অন্য এক ক্রেতা দেখে ফেলে এবং চাের নুরজাহানকে ধরে ফেললেও তার সহযোগী ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে দোকান মালিক চোরকে নিজ দোকানে আটকে রেখে থানা পুলিশে খবর দেন। থানার এসআই সৌরভ ঘটনাস্থালে এসে চুরি হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি চোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। ব্যবসায়ী হোসেন আলী, আজিজুর রহমান, রতন কুমার দে, তরিকুল ইসলামসহ একাধিক ব্যবসায়ী বলেন, এই চক্র বেশ কিছু দিন ধরেই চৌগাছাতে আসছে। প্রায় দিনই কোন না কোন কাস্টমারের টাকা হারিয়ে যাচ্ছে। বাজারে আগত সকলকে আরও বেশি সচেতন হয়ে কেনাকাটা করার আহবান জানান ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *