চৌগাছায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কােন হতাহতের খবর পাওয়া না গেলেও টোং দোকানসহ সকল মালামাল পুড়ে হয়েছে ছাই। দোকান মালিকের অভিযোগ শত্রæতা বশত কে বা কারা তার দোকানে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।
চৌগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ডাকবাংলা পাড়ায় মৃত মহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন ওরফে শামীম সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে একটি টাং দােকান করে ব্যবসা করতেন। প্রতি দিনের মতই বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। শুক্রবার সকাল স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে গরীব, অসহায় দোকান মালিক শামীম এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।
শামীমের স্ত্রী লাকি খাতুন বলেন, দোকানই ছিল তাদের একমাত্র আয় রোজগারের ভরসা, সেটি কে বা কারা শত্রæতা করে পুড়িয়ে দিয়েছে। এক লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জিকু বলেন, সকালে এই দৃশ্য দেখে আমরা সকলেই হতবাক। একমাত্র রোজগারের সম্ভল হারিয়ে ছেলপটি হতবিহবল হয়ে পড়েছেন।
৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান বলেন, খুব সকালেই মহল্লাবাসির মাধ্যমে আমি খবর পাই এবং ঘটনাস্থালে ছুটে যাই। এটি একটি দুঃখজনক ঘটনা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শত্রæতা বশত এই আগুন দিতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *