চৌগাছায় ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা মুহুর্তে শৃখংলা সড়কে
\ চৌগাছা প্রতিনিধি \
চৌগাছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলেন বৈষম্যবিরোধী ছাত্ররা। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে বাজারের গুরুত্বপূর্ণ মোড়ে দাড়িয়ে তারা পথচারীদের সড়কে চলাচলে সচেতন করার পাশাপাশি যানজট নিরাসনে ব্যাপক ভূমিকা পালন করতে দেখা যায়। সকাল হতে জুম্মার নামাজের পূর্ব মুহুর্ত পর্যন্ত তারা নিরালস ভাবে কাজ করে গেছেন। ছাত্রদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সড়কে চলাচলরত বিভিন্ন ধরনের যানবাহন চাল ও পথচারিরা। বাস চালক সহিদুল ইসলাম বলেন, অসাধরণ একটি কাজ করছে আমাদের সন্তানরা। আমি খুব খুশি তাদের কথাবার্তা ও উপদেশ মুলক আচারণে। ভ্যান চালক মনিরুল ইসলাম বলেন, সড়কে এতো নিয়ম তা আগে বুঝিনি। ছাত্ররা আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়েছে যা আগামীতে কাজে লাগবে। ইজিবাইক চালক রহমান হোসেন বলেন, আমরা সড়কের পাশে যত্রতত্র ভাবে দাঁড়িয়ে থাকি মানুষের চরম সমস্যা হয় সেটি ছাত্র ভায়েরা আমাদের শিখিয়ে দিয়েছে। পথচারী শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক বলেন, প্রতি শুক্র, সোম ও বুধবার চৌগাছা বাজারের স্বাধীনতা ভাস্কার্য মোড়ে, ব্রিজ এলাকা ও ছুটিপুর সড়কে যানযটে স্বাভাবিক চলাফেরা করা যায়না। আজকের দিনে ছাত্রদের কারনে বাজার ছিল অনেক ভাল, কোথাও ছিলনা যানজট, খুবই লাভ লাগার বিষয়। এসময় দায়িত্বে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহামন শুভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাইম রহমান নয়ন, এমএম বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রিতন, আজিজুর রহমান সোহান, ঐশিক দেওয়ান, লিমন রহমান, ইমন আহমেদ, আশিকুর রহমানসহ অর্ধশত ছাত্র।