চৌগাছায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, নাজমুল ইসলাম, বাদশা ফয়সাল, শাকিল আহমেদ, আজমীর হুসাইন, তাপস কুমার ঘোষ, সাইফুল ইসলাম, রেহেনা খাতুন ও গোলাম হোসেন, বীজ ডিলার হারুণ অর রশীদ, নার্সারি মালিক জুলফিকার আলী, আসলাম হোসেন, জাহাঙ্গীর আলম ও মনসুর আলী, বালাইনাশক কোম্পানীর প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে আগত কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। কৃষি মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *