চৌগাছায় পানিতে ডুবে দুই বছরের শিশু সাবিয়ার মৃত্যু
\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় পানিতে ডুবে ২ বছরের শিশু সাবিয়া খাতুনের মৃত্যু হয়েছে। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ডু গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু সাবিয়া খাতুনের মা আম্বিয়া খাতুন বলেন, সকাল ১০ টার পরে মেয়ে সাবিয়া উঠানে খেলতে ছিলো। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশেই ডোবায় পড়ে যায়। প্রায় এক ঘন্টা শিশুকে দেখতে না পেয়ে আমরা খুঁজতে থাকি। পরে শিশুটির দাদা রবিউল ইসলাম ডোবায় নেমে খুঁজতে থাকেন এবং পায় শিশুর মরাদেহ। সঙ্গে সেঙ্গ উদ্ধার করে চৌগাছা হাসাপাতালে নিলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন বলেন, হাসপাতালে আনার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।