চৌগাছায় মাঠ দিবস অনুষ্ঠিত
Share Now..
\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছায় কৃষক/কৃষানীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার দুপুরে চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গরীবপুর গ্রামের সফল কৃষক ইরাদ আলীর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসের প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুছাবির হোসাইন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেহেনা খাতুন, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, কৃষক বখতিয়ার হোসেন, কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, শাহাদৎ হোসেন, নাছিমা খাতুন, আম্বিয়া খাতুন, রিয়া খাতুন প্রমুখ। এ সময় স্থানীয় কৃষক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।