চৌগাছার গরীবের মেয়ে শিপলা পেয়েছে জিপিএ-৫ \ হতে চায় প্রশাসনিক ক্যাডার

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছার অদম্য মেধাবী মুখ মা হারা গরীব অসহায় পরিবারের সন্তান শিপলা খাতুন। ঘোষিত এইচএসসি পরীক্ষায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ হতে বাণিজ্য শাখায় সে জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে বাণিজ্য শাখায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি জেএসসিতে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে। শিপলা খাতুন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর গ্রামের দিনমজুর পিতা নজরুল ইসলামের ছোট মেয়ে। ফলাফল হাতে পেয়ে আবেগ আপ্লæত হয়ে পড়েন শিপলা খাতুন। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এরপর বিসিএস দিয়ে সে একজন প্রশাসনিক ক্যাডার হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা, কিন্তু বড় বাধা হচ্ছে অর্থ। শিপলা ও তার পরিবার সকলের কাছ দোয়া প্রার্থনা করেছেন।

One thought on “চৌগাছার গরীবের মেয়ে শিপলা পেয়েছে জিপিএ-৫ \ হতে চায় প্রশাসনিক ক্যাডার

  • October 16, 2024 at 7:08 am
    Permalink

    GlobalBllog I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *