চৌগাছার বলুর মেলার সকল প্রস্তুতি শেষ, শুরু হচ্ছে কাঙ্খিত মেলা

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত চৌগাছার পীর বলুর মেলা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে সব ধরনের ব্যবসায়ীরা এসে তাদের পছন্দের জায়গা নিয়ে দোকান বসানোর কাজ করছেন। শিশুদের জন্য হরেক রকমের খেলাধুলা সরাঞ্জম ভরে উঠেছে মেলার মাঠ। প্রশাসন হতে আজকের মধ্যেই অনুমতি মিলবে বলে জানান মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। চৌগাছার ঐতিহ্যবাহি পীর বলুহ মেলা প্রতি ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয়। অন্য বছর গুলোর মত এবছরেও মেলার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্ত হতে বেশ আগে ভাগেই আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা, এখনও দিন রাত সারাক্ষণই আসছেন ব্যবসায়ীরা। দুরের ব্যবসায়ীরা বেশ আগেই চলে এসেছেন। মেলার আর একটি অন্যতম আকর্ষণ হচ্ছে কাঠের তৈরী আসবাবপত্র। ব্যবসায়ীরা বেশ আগেই এসেছেন এবং দোকান প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন। মেলায় কাঠের আসবাবপত্র নিয়ে এসেছেন যশোরের মনিরামপুর উপজেলার ব্যবসায়ী আব্দুল্লাহ, শামছুল আলম, মিকাইল হােসেন, রহমত আলী। তারা বলেন, প্রায় এক দশক ধরে তারা এই মেলাতে আসেন এবং ভালো ব্যবসা করে বাড়িতে ফিরে যান। এবছরেও মেলায় কাঙ্খিত ব্যবসা হবে বলে আশা প্রকাশ করেছেন। প্রসাধনী পণ্য নিয়ে এসেছেন মাদারীপুর জেলা হতে উসমান মোল্লা। তিনি বলেন, বলুহর মেলা বলে কথা। প্রতি বছরই আসি এবারও এসেছি, আশা করছি ব্যবসা মন্দ হবে না। শিশু খেলনার পরসা সাজিয়ে বসেছেন ফরিদপুর জেলা হতে আসা ব্যবসায়ী আরিফ হোসেন। তিনি বলেন, বলুহ মেলা আমার অন্তরের জায়গা করে নিয়েছে। বহু বছর ধরে এখানে আসি খালি হাতে ফিরতে হয়না। যশোরের বাঘারপাড়ার বসুদিয়ার সেই নামকরা খোকন ভাইয়ের চটপটি চলে এসেছে মেলাতে। বাজার পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিএম বাবুল আক্তার এবং কমিটির সভাপতি হবিবর রহমান জানান, বলুহ মেলা হচ্ছে একটি গ্রামীণ মেলা, যা যুগযুগ ধরে চলে আসছে। মুসলমানের ঈদ আর হিন্দুর দুর্গাপুজায় যেমন আনন্দ হয় আমাদের এলাকার সব ধর্মের মানুষের মাঝে এই মেলাকে ঘিরে সেই আনন্দ হয়। ঈদে মেয়ে জামাইকে দাওয়াত দিতে ভুল করলেও মেলাত মেয়ে জামাইকে দাওয়াত দিতে কেউ ভুল করেনা। গ্রামবাসিসহ এ অঞ্চলের সকলের সহযোগীতা নিয়ে মেলা শুরু করা হবে। ইতিমধ্যে আমরা সেই ব্যাপারে আলোচনা শেষ করেছি। এখন প্রশাসনের পক্ষ হতে অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি সোমবারের মধ্যে অনুমতি মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *