চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
\ চৌগাছা (যশোর) সংবাদদাতা \
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে মাশিলা হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি আলহাজ মিজানুর রহমান খাঁন।
উপজেলা যুবদল নেতা আরাফাত রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খাঁন, জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন প্রমুখ।
অন্যানের মধ্যে বক্তব্য দেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির নেতা আয়ুব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হোসেন রকি প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে গোটা বাংলাদেশ কারাগারে পরিনত হয়েছিল। দীর্ঘ ১৬ বছর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাইনি। ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামীলীগের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। শতশত ছাত্র জনতার রক্তে অর্জিত দ্বিতীয়বারের স্বাধীনতা যেন কোন ভাবেই নষ্ট না হয় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। কর্মী সভায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।