চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলীর মৃত্যু
\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক নারায়নপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আনছার আলী (৯০) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। শুক্রবার (৭ জুন) দুপুর ১ টার দিকে নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসি প্রিয় নেতাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের স্বজন ও দলীয় সূত্র থেকে জানা গেছে, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব আনছার আলী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে ছিলেন। শুক্রবার দুপুর ১ টার দিকে সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আনছার আলীর দুই ছেলে ও দুই মেয়ে সন্তান আছেন। বড় ছেলে শাওন হোসেন আছেন জাপানে, ছোট ছেলে চন্দন থাকেন কানাডায়, বড় মেয়ে প্রমি খাতুন আছেন ঢাকাতে আর ছোট মেয়ে এ্যানি খাতুন রয়েছেন আমেরিকাতে। উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসরলম বলেন, আমরা একজন যোগ্য অভিভাবককে আজ হারালাম। বর্তমান সময়ে উনার মত নেতার খুবই প্রয়োজন, তার শুন্যতা কখনও পুরন হবার না। চৌগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজান আলীর মৃত্যুর পর আনছার আলী ভাই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। এরপর তিনি হন সভাপতি, ১৯৯৭ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নারায়নপুর ইউনিয়নের পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাহিদুল ইসলাম প্রমুখ।