চৌগাছা পৌরসভায় ভাতাকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Share Now..

\ চৌগাছা (যশোর) প্রতিনিধি \
চৌগাছা পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে পৌর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বােধন করেন পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) গাজী আবুল কাশেম, ব্যাংক এশিয়া চৌগাছা শাখার কর্মরত মাহমুদ হাসান, পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দিক, কর নির্ধারক শাহীনুর রহমান, সমাজসেবা অফিসার পৌর এলাকার সদস্য তানিয়া আক্তার ও ভাতাভােগীরা উপস্থিত ছিলেন। পৌর অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পৌরসভার ৯টি ওয়ার্ডে মােট ৪৮ জন এই ভাতার আওতায় এসেছেন। এর মধ্যে বিধবা ২৯, বয়স্ক ১৩ এবং প্রতিবন্ধি হচ্ছেন ৬ জন। ভাতাভোগী বিধবারা প্রতি মাসে ৫৫০ টাকা, বয়স্ক ৬০০ ও প্রতিবন্ধিরা পাবেন ৮৫০ টাকা করে। প্রত্যেক ভাতাভােগী মৃত্যুর আগ পর্যন্ত সরকারের এই সুযােগ ভােগ করবেন। নতুন ৪৮ জনসহ পৌর এলাকাতে এ পর্যন্ত সহস্রাধিক ব্যক্তি এই ধরনের ভাতার আওতায় এসেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *