চৌগাছা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
\ চৌগাছা যশোর প্রতিনিধি \
যশোরের চৌগাছা বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার প্রতিরােধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ আইন না মেনে পলিথিন মজুদ রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।
জানা গেছে, পলিথিন ব্যবহার প্রতিরোধে গতকাল সোমবার দুপুরে চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক সংলগ্নে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক লিয়াকত আলীকে ১০ হাজার, ইবাদৎ হোসেনকে ৬ হাজার টাকা, কোমল কুমার রায়কে ২ হাজার টাকা, স্বপন রায়কে ৩ হাজার টাকা ও প্রাণ সরকারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগ প্রতীয়মান হয়। সে কারণে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ও ১৫ এর ১ ধারায় অর্থদন্ড করা হয়েছে। একই সাথে তাদরকে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, পলিথিন অপচনশীল পণ্য যা পরিবেশের জন্য অত্যান্ত ক্ষতিকর। আমাদের পলিথিন ব্যবহার কমিয়ে পাটজাত বা কাগজজাতপণ্য ব্যবহারে মনোযোগ দিত হবে।
I like the valuable info you provide in your articles. I will bookmark your
weblog and check again here regularly. I’m quite certain I will learn many new stuff right here!
Good luck for the next!
darkmarket darknet links