ছবিতে বলিউড তারকাদের বর্ষবরণ
প্রতিবছরই বলিউড তারকারা থার্টিফার্স্ট নাইট এবং নতুন বছরকে একটু ভিন্নভাবেই বরণ করে থাকেন। অনেক তারকাই প্রিয়জনদের সাথে নিয়ে নিজ দেশ থেকে উড়ে যান ভিনদেশে। সেই মুহূর্তগুলোর ছবিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ভক্তদের জন্য।
তারাও প্রিয় তারকারা কীভাবে নতুন বছরকে স্বাগত জানালেন তা জানতে মুখিয়ে থাকেন। তেমনই কিছু মুহূর্ত নিয়ে এই আয়োজন-
পুরো পরিবার নিয়ে দুবাইয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সঞ্জয় দত্ত।
এবার সাইফ আলী খান ও কারিনা কাপুর সন্তানদের নিয়ে উড়াল দিয়েছেন সুইজারল্যান্ড। ২০২৩ সালকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে কারিনা কাপুর খান তার ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন।
দুবাইয়ে গেট-টুগেদারের মাধ্যমে এবার নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, নূপুর শ্যানন, মহেশ বাবু, ক্রিকেটার এমএস ধনীসহ অনেকেই।
রোমান্টিকেএই ছবি শেয়ার করে নতুন বছর উদ্যাপন করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি।
সদ্য বিদায়ী বছরে বিবাহিত জীবনে পা দেওয়া দম্পতি পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা প্রথম নববর্ষ কাটাচ্ছেন লন্ডনে।