ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহে গণঅধিকার পরিষদের মানববন্ধন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে গণঅধিকার পরিষদ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। জেলা গণ অধিকার পরিষদের সংগঠক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ আবু বক্কর, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুব অধিকার নেতা সুজায়েত দ্বীপ, মেহেদী হাসান ও শামীম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল জাহিদ রাজন। বক্তারা বলেন, চট্টগ্রামে অগ্নিকান্ডে আহতদের দেখতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন তরুন ছাত্রনেতা রাশেদ খাঁন। তার উপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়। বক্তাগন বলেন. দেশে ছাত্রলীগের সন্ত্রাসী আধিপত্য আর চলতে দেওয়া হবে না। এখন থেকে যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *