ছাত্রলীগ নেত্রী নিশির ৫ দিনের রিমান্ড: বললেন, ‘আগুনের দিন একদিন শেষ হবে’
সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও দুই ছাত্রলীগ নেতাকেও ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসার ও রমজান।
রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নিয়ে যাবার সময়র নিশি বলেন, ‘আগুনের দিন একদিন শেষ হবে।’ এরপর তাকে হাসতে দেখা যায়। তবে আর কিছু বলেননি তিনি। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে, জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। এ সময় আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এ ছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে।
এ ঘটনায় কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ডায়েরির পর নিশিসহ তিনজনকে আটক করে এই মামলায় আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠান।
Wһat i don’t realize is in fact hooᴡ you are now not actually much more smartly-ɑppreciated tһan you migһt be now.
Yoᥙ’re soо intelⅼigent. Yߋu know thus significantly wwhen it comes to this subject, made me in my opinion imagine it from so many variouѕ
angles. Its like men and women aren’t interesteⅾ until it is οne thing to do with Lаdyy gaga!
Your own stuffs excellent. Alll the time care for it up!
Cһeck outt my blοg :: login sgptoto88
Recently used LAX Transfer service for a trip from LAX to my hotel – everything went perfectly! The driver met me at the terminal, helped with my luggage, and the car was clean and comfortable. If you are looking for a reliable shuttle service in Los Angeles, I recommend it! Checked personally!