ছাত্রলীগ যেখানেই পাবো সেখানেই ধোলাই হবে : ইবি ছাত্রদল
\ ইবি প্রতিনিধি, কুষ্টিয়া \
‘ছাত্রলীগ যেখানেই পাবো সেখানেই ধোলাই হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহŸবায়ক সাহেদ আহম্মেদ। রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন। শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রæত গ্রেফতার ও বিচার দাবিতে এই কর্মসূচি করেন তারা। ক্যাম্পাসে অনুষদ ভবণের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য-রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা।
ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে বসে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের প্রতিটি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামীলীগের ফ্যাসিস্টদের বিচার অতি দ্রæত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই গণঅভ্যুথানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ও আর্থিকভাবে সাহায্য করেছে যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়া হোক। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, যদি বিচার না করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলবো। পাশাপাশি রেজিস্ট্রার, প্লানিং ডিরেক্টরসহ যে সকল গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদী দোসররা রয়েছে তাদের দ্রæত অপসারণ করতে হবে। এছাড়াও ছাত্রলীগকে যেখানে পাবেন সেখানেই ধোলাই হবে।
Step into the world of endless fun and rewards join now Lucky Cola
https://www.wpsue.com WPS Office: 一站式办公服务平台: 新升级,无广告,AI办公更高效. 立即下载. 登录使用. WPS 365: 面向组织和企业的WPS 365: 一站式AI办公,生产力即刻起飞. 了解更多. 咨询,记忆体占用低,体积轻运行快. 将文字、表格、演示、PDF等融合为一个组件。