ছুটিতে গিয়ে আর ফিরছেন না মালিক, আসছেন শেহজাদ

Share Now..

পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক চলমান দশম বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসার আগে করে এসেছিলেন নিজের তৃতীয় বিয়ে, সে যখন ঢাকায় খেলছিলেন তখন সবখানে তার দ্বিতীয় স্ত্রী ভারতীয় টেনিস সুন্দরী সানি মির্জার সঙ্গে মালিকের বিচ্ছেদ ও নতুন স্ত্রী পাকিস্তানি অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে তৃতীয় ইনিংস শুরুর বিষয়ে আলোচনা-সমালোচনা চলছিল।

এর মধ্যেই দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমে এক ওভারে তিন নো বল করে আরো একটি আলোচনার জন্ম দেন। এবার জানা গেল তিন ম্যাচ খেলেই বরিশালকে বিদায় বলে চলে গিয়েছেন মালিক। তার বদলে ফ্রাঞ্চাইজিটি দলে ভিড়িয়ে আরেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদকে।

প্রথম ধাপে গেল মঙ্গলবার ঢাকা পর্বের আট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর গত পরশু দিন বিপিএলে সিলেট পর্বের উদ্দেশ্যে রওনা হয় দলগুলো। এ ধাপের খেলা শুরু আজ থেকে। তবে বরিশাল যখন সিলেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সে সময় পরিবারকে সময় দিতে দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান শোয়েব মালিক। ফেরার কথা ছিল পরবর্তী ম্যাচের আগেই তবে সেখান থেকে ফোন করে এই তারকা পাকিস্তানি ক্রিকেটার জানান তিনি স্কোয়াডে যোগ দিতে চান আগামী ৪ ফেব্রুয়ারি। অর্থাত্ সিলেট পর্বের খেলা শেষে। তবে তারকা এই ক্রিকেটারের প্রস্তাবে রাজি হয়নি ফ্রাঞ্চাইজিটির মালিক পক্ষ। কারণ বিপিএলে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছেন শোয়েবকে। তিনি যদি ৪ তারিখে স্কোয়াডে যোগ দেন তাহলে ১০ তারিখ আবার তাকে ছেড়ে দিতে হবে। তাই বরিশাল আর দলে চাচ্ছে না শোয়েবকে।

এর আগে চলতি বিপিএলে বরিশালের স্কোয়াডে শুরু থেকেই যোগ দেন শোয়েব। এরপর ঢাকা পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে খেলেছেন। তবে এই ম্যাচ গুলোতে দলের হয়ে কার্যত ভূমিকা পালন করতে পারেননি তিনি। আসরে রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ছিলেন ১৭ রানে। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৬ বলে অপরাজিত ৫* এবং সবশেষ কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬ বলে ৭ রান। এছাড়া বল হাতে রংপুরের বিপক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন মালিক। খুলনার বিপক্ষে পরের ম্যাচেও করেন ১ ওভার। কিন্তু রান দেন ১৮। ঐ ওভারে তিনটি নো বল করেন শোয়েব। সেই জেরে পরবর্তী ম্যাচে আর বোলিং করানো হয়নি।

এদিকে শোয়েব মালিক ছাড়াও বরিশালের শিবির ছেড়েছেন আরো এক বিদেশি ক্রিকেটার। তিনি হলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিত জাদরান। জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আগেভাগে যোগ দিতে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কায় গিয়েছেন তিনি। শোয়েবের মতো এই আফগান ব্যাটারও কাটিয়েছেন বাজে সময়। বরিশালের হয়ে প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ ও ১১ রান। পরবর্তী ম্যাচে বরিশাল ফ্র্যাঞ্চাইজি জাদরানকে একাদশের বাইরে রাখে। এখন পর্যন্ত আসরটিতে তিন ম্যাচ খেলে একটি জয় পেয়ে বরিশাল রয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *