ছুটির দিনের নওয়াবি ভোজ 

Share Now..

শুক্রবার মানেই বাঙালির ভুঁড়িভোজের উপলক্ষ্য। তার ওপর যদি হয় একটি বিশেষ দিন তাহলে তো কথাই নেই। নারী দিবসের দুপুরের রসনাবিলাসে যুক্ত করে নিন সহজ ও মজাদার খিচুড়ি। চাইলে আপনার জীবনের বিশেষ নারীদের তৈরি করে খাওয়াতে পারেন মজাদার খিচুড়িগুলো। মা, স্ত্রী, কন্যা কিংবা প্রিয়জন উপহার হতে পারে আপনার হাতে তৈরি নওয়াবি ভোজ। রইলো মাসুমা সিদ্দিকার মজাদার রেসিপি: 

উপকরণ 
পোলাও এর চাল ২ কাপ, মসুর ডাল ১/২ কাপ, মুগ ডাল ১/২ কাপ, গরুর মাংস ১/২ কেজি, আম অথবা জলপাইয়ের আচার ২ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৮/১০ টা, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১.৫ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সাদা এলাচ ৩ টা, দারুচিনি ৩ টুকরা, গোলমরিচ ৬/৭ টা, লবঙ্গ ৪টা, তেজপাতা ২ টা, পেঁয়াজ কুচি ১/২ কাপ ও সরিষার তেল ১/২ কাপ।

প্রণালী 
মাংস ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে এরসঙ্গে লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, অর্ধেক গরম মসলা ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় মৃদু জালে বসিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংস সেদ্ধ হয়। এবার আলাদা একটি পাত্রে তেল, পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামী রং ধারণ করে।এবার এতে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে তার সাথে হলুদের গুঁড়া, গরম মসলা, আদা বাটা, রসুন বাটা,ধনে গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে ৫ মিনিটের মত ভেজে নিয়ে ৫ কাপ পরিমাণ গরম পানি ও স্বাদমত লবণ দিয়ে রান্না করতে হবে ৭ মিনিটের মত। এখন পানি কমে আসলে এরসঙ্গে আচার ও রান্না করা মাংস দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে ১০ মিনিটের জন্য। এবার নামিয়ে পরিবেশন করতে হবে দারুণ স্বাদের বিফ আচারি খিচুড়ি।

নওয়াবি খিচুড়ি

উপকরণ 
বাসমতি চাল ১ কাপ, মুগ ডাল ১/৪ কাপ, মসুর ডাল ১/৪ কাপ, ঘি ১/৪ কাপ, কাজু বাদাম ২ টেবিল চামচ, কিসমিস ২ টেবিল চামচ, কেওড়া জল ১/২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ, তরল দুধ ১/২ কাপ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫/৬ টা, হলুদের গুঁড়া ১/৪ চা চামচ, আদা-রসুন বাটা ১/২ চা চামচ, সাদা এলাচ ২ টা, দারুচিনি ২ টা ও লবঙ্গ ৩ টা। 

প্রণালী 
চাল ও ডাল ৫ মিনিটের জন্য একসাথে পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার চুলায় পাত্র বসিয়ে তাতে ঘি দিয়ে বাদাম ও কিসমিস হালকা করে ভেজে উঠিয়ে নিতে হবে। সব গরম মসলা, কাঁচা মরিচ, আদা- রসুন বাটা হালকা ভেজে চাল-ডাল দিয়ে তাতে হলুদের গুঁড়া সহ মিনিট খানেকের মত ভেজে ২ কাপ পরিমাণ গরম পানি ও স্বাদমত লবণ দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সাত মিনিটের জন্য। এবার পানি শুকিয়ে আসলে এতে দুধ, পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা বাদাম, কিসমিস, কেওড়া জল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে হালকা করে নেড়ে আবারও মৃদু আঁচে ঢেকে  রাখতে হবে ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে মজাদার নওয়াবী খিচুড়ি; যা মাছ ভাজা কিংবা মাংস, আচার দিয়ে খেতে দারুণ স্বাদের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *