ছেলেকে স্কুলে ভর্তি করতে এসে পিতার মৃত্যু

Share Now..

\ স্টাফ রিপোর্টার ঝিনাইদহ \
ছেলেকে স্কুলে ভর্তি করতে এসে নিজের মটরসাইকেল গায়ের উপর পড়ে আবু তালেব (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আবু তালেব হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। প্রত্যাক্ষদর্শী আলমগীর হোসেন জানান, বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে ছেলেকে ভর্তির জন্য নিয়ে আসেন আবু তালেব। রাস্তার উপর ছেলেকে নামিয়ে নিজে নামতে গিয়ে মোটরসাইকেল উল্টে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু ঘটে। নিহতের স্বজন আশিক হোসেন জানান, আবু তালেব পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। হরিণাকুÐু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই যুবকের মাথায় আঘাত লাগে। এছাড়া তার হার্টেরও সমস্যা ছিলো। হরিণাকুÐু থানার ওসি মাহাবুবুর রহমান খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

909 thoughts on “ছেলেকে স্কুলে ভর্তি করতে এসে পিতার মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *