জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক

Share Now..

নবগঠিত মন্ত্রিসভায় আগের মন্ত্রণালয়েই বহাল রাখা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে মিতব্যয়ী ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো।’

এ সময় প্রকল্পে যে খরচ করা হবে তার জবাবদিহি থাকবে বলেও প্রতিশ্রুতি দেন পলক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যা বিনিয়োগ করা হবে, তা কতটুকু ফিডব্যাক দেবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে।’

One thought on “জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক

  • January 15, 2024 at 8:54 am
    Permalink

    What’s up to all, the contents present at this site are in fact remarkable for people experience, well,
    keep up the nice work fellows.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *