জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক
Share Now..
নবগঠিত মন্ত্রিসভায় আগের মন্ত্রণালয়েই বহাল রাখা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে মিতব্যয়ী ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো।’
এ সময় প্রকল্পে যে খরচ করা হবে তার জবাবদিহি থাকবে বলেও প্রতিশ্রুতি দেন পলক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যা বিনিয়োগ করা হবে, তা কতটুকু ফিডব্যাক দেবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে।’
What’s up to all, the contents present at this site are in fact remarkable for people experience, well,
keep up the nice work fellows.