জন্মদিনে বিয়ের ঘোষণা দিলেন এই তারকা

Share Now..

ভারতের টিভি অভিনেত্রী আরতি সিং ব্যাপক পরিচিতি পান রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-তে অংশ নিয়ে। আজ শুক্রবার ৩৯-এ পা দিয়েছেন তিনি। জন্মদিনে ভক্তদের জানালেন আরেকটি সুখবর।

ই-টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ২৫ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

আরতির হবু বর দীপক চৌহান ব্যবসায়ী। ২৫ এপ্রিল আরতি ও দীপকের বিয়ের আসর বসবে মুম্বাইয়ে। অভিনেত্রী জানান, পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হচ্ছে।

ই-টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে আরতি জানান, ২০২৩ সালে নভেম্বরে

পারিবারিকভাবেই দীপকের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপরই তাঁরা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেন। আরতি জানান, তাঁদের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন। এ ছাড়া গোবিন্দ, সালমান খান, শেহনাজ গিলসহ আরও তারকাদের থাকার কথা।

আরতি ভারতের ছোট পর্দার পরিচিত মুখ। ২০০৭ সালে তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘থোড়া হ্যায় বাস থোড়ি কি জরুরাত হ্যায়’, ‘পরিচয়’, ‘ওয়ারিশ’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাজ।

২০১৯ সালে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে অংশ নিয়ে ব্যাপকভাবে চর্চায় উঠে আসেন আরতি। আলোচিত-সমালোচিত এই রিয়েলিটি শোতে তিনি চতুর্থ রানারআপ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *