জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইকে হত্যা, আটক ৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ফুফাতো ভাই। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর উস্তিংগের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।নিহতের নাম আব্দুল খালিক (৪০)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের এলাকার ময়না মিয়ার ছেলে। ঘাতক সুমন মিয়াও (২৬) একই এলাকার আব্দুন নুরের ছেলে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না মিয়ার সঙ্গে তার শ্যালক আব্দুর নুরের ২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার রাতে নিহত আব্দুল খালিকের ঘরে এ নিয়ে পারিবারিকভাবে মীমাংসার জন্য আলোচনায় বসেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আব্দুর নুরের ছেলে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। এসময় সুমনের অন্যান্য ভাই নিহতের ভাই আব্দুল হক এবং শ্বশুর আহমদ মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল খালিককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক শুক্রবার ভোরে মারা যায়। এ ঘটনায় পুলিশ সুমন মিয়াসহ ৫ জনকে আটক করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইয়ের মধ্যে পারিবারিক সালিশ হয়। এ সময় ফুফাতো ভাই সুমন মিয়া দা দিয়ে কুপিয়ে আব্দুল খালিককে হত্যা করে। এছাড়া সুমন মিয়ার অন্যান্য ভাই নিহতের ভাই ও শ্বশুরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।