জমি সংক্রান্ত বিষয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে থানায় অভিযোগ
মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের জমি সংক্রান্ত বিষয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে থানায় অভিযোগ দিয়েছে একই গ্রামের আঃ মতলেব মোড়লের মোঃ মুজিবুর রহমান (৪২)। অভিযোগের বিবাদী হলেন, মৃত পরশউল্লাহ মোড়লের ছেলে মোঃ আলাউদ্দিন (৬০)।
বাদি তার অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীর সহিত বাদির জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ বিদ্যমান রয়েছে। উক্ত বিরোধের জের ধরে গত ৩১ মার্চ বেলা সাড়ে ১২টার সময় বিবাদী বাদির বাড়িতে এসে সীমানার পূর্বের প্রাচীর সংস্কার করাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালজ করে। বাদি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী বাদিকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। অভিযোগের বিবাদী মোঃ আলাউদ্দিনের সাথে যোগাযোগ করলে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একটু সমস্যা আছে। যেটা এক জয়গায় বসলে মিলমিশ হয়ে যাবে। তবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির বিষয়ে সে যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যা। থানার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) স্বরজিত বলেন, আমার নিকট জমিজমা বিরোধের একটি অভিযোগ এসেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।