জয় পেলো অস্ট্রেলিয়া

Share Now..

এফএনএস স্পোর্টস: জশ হেইজেলউডের বলে ক্যাচ নিলেন আন্দ্রে বোরোভেক, যিনি মূলত দলের ফিল্ডিং কোচ। স্কয়ার লেগে তখন ফিল্ডিং করছিলেন জর্জ বেইলি, খেলোয়াড়ি জীবন শেষ করে অনেক দিন ধরেই যিনি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। হেইজেলউড যখন স্পেল শেষ করে বাইরে গেলেন, তার জায়গায় ফিল্ডিংয়ে নামলেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। মাঠে নামলেন এমনকি ব্যাটিং কোচ ব্র্যাড হজও! এমন বিচিত্র ঘটনাই দেখা গেল বুধবার নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে। আইপিএলের কারণে ৬ ক্রিকেটার এখনও যোগ দেননি দলের সঙ্গে। ক্রিকেটার আছেন মোটে ৯ জন। ব্যাটিং-বোলিং তাদেরকে নিয়ে চালিয়ে নিলেও ফিল্ডিংয়ে তো ১১ জন লাগেই! ঘুরিয়ে-ফিরিয়ে তাই নির্বাচক-কোচদেরও মাঠে নামতে হলো। ৯ ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ার জিততে অবশ্য বেগ পেতে হয়নি। ত্রিনিদাদে নামিবিয়াকে ৭ উইকেটে হারায় তারা। টস জিতে বোলিংয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে শুরুতে ৯ ক্রিকেটারের সঙ্গে মাঠে নামেন ৪১ বছর বয়সী প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক জর্জ বেইলি এবং ফিল্ডিং কোচ ৪৬ বছর বয়সী বোরোভেক। হেইজেলউডের অসাধারণ প্রথম স্পেল কাবু করে দেয় নামিবিয়াকে। নিজের প্রথম তিন ওভারের তিনটিই মেডেন নিয়ে এই পেসার উইকেট শিকার করেন দুটি। তিনি উঠে যাওয়ার পর তার জায়গায় ফিল্ডিং করেন প্রধান কোচ ৪২ বছর বয়সী সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বদলি হিসেবে ফিল্ডিং করেন ব্যাটিং কোচ ৪৯ বছর বয়সী ব্র্যাড হজ। তিন মেডেনের পর হেইজেলউডের শেষ ওভার থেকে আসে পাঁচ রান। চার ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। বোলার স্বল্পতায় অনিয়মিত স্পিনার টিম ডেভিডকে বোলিং করতে হয় চার ওভার। একটি উইকেটও নেন তিনি। ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে নামিবিয়া। সাতে নেমে ৩০ বলে ৩৮ রান করেন কিপার-ব্যাটসম্যান জেন গ্রিন। রান তাড়ায় অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার। ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। সা¤প্রতিক বাজে ফর্মের পর অভিজ্ঞ ব্যাটসম্যানের এই ইনিংস বিশ্বকাপের আগে দলের জন্য সুখবর। ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করে ১৪ বলে ১৮ রান করে রান আউট হন অধিনায়ক মিচেল মার্শ। টিম ডেভিড করেন ১৬ বলে ২৩। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। আইপিএল শেষে ছোট্ট ছুটিতে এখন দেশে আছেন প্যাট কামিন্স, গেøন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া শুক্রবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিডজের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *