জাজিরায় ফ্রিজের বাসি খাবার খেয়ে ৩ জনের মৃত্যু

Share Now..


শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে সাথী আক্তার (১৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার একই ঘটনায় তার ছোট ভাই সৌরভ মিয়া (৬) ও ছোট বোন খাদিজা আক্তার (৫) মারা যায়। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান।

জানা যায়, গত মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার বিলাসপুর মুলাই বেপারী কান্দির শওকত দেওয়ান ও আইরিছ বেগম দম্পতির ছেলে সৌরভ (৬), মেয়ে খাদিজা (৫) ও আরেক মেয়ে সাথী (১৪) পাশের বাড়ির চাচি রওশনা বেগম তার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি গরম করে খেতে দেয়। পরে তারা ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে সবাইকে জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে প্রেরণ করলে পথেই সৌরভ (৬) ও খাদিজা (৫) নামের দুই সহোদর বোন মারা যায়। এদিকে, অপর বড় বোন সাথীর আক্তারের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও, চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সাথীও মারা যায়।

নিহতদের স্বজনরা বলেন, শওকত দেওয়ান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কারও সঙ্গে তাদের শত্রুতা নেই। এমন মৃত্যু আমরা মানতে পারছি না। কোথা থেকে কী হলো বুঝতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *