জাতিসংঘের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান সারা হোসেন
Share Now..
জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইরান বিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা হোসেন এই মিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২৪ নভেম্বর জাতিসংঘ এই মিশন গঠনের বিষয়ে রেজুলেশন পাশ করে। ৩ সদস্যের এই মিশনে আরও দুই সদস্য হলেন-পাকিস্তানের শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ইরানি নাগরিকদের আন্দোলন এবং আন্দোলনকারীদের মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হয়েছে তার ওপর তথ্য ও পরিস্থিতি উপস্থাপন এবং প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করতে বলা হয়েছে এই কমিশনকে।
Power up your gaming—unlock exclusive features today Lucky Cola