জাতীয় ক্রিকেটারদের ছাড়া খেললে সূচি পরিবর্তন করা যাবে’

Share Now..


গত কয়েকদিন ধরেই চলছে প্রচন্ড তাপদাহ। গরমে অতিষ্ঠ মানুষের জনজীবন। আর এই গরমের মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগুনঝরা রোদের মধ্যে খেলতে হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা।

রোববার (১৬ এপ্রিল) আবাহনীর কোচ এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন দাবি জানিয়েছিলেন ঢাকা লিগের সূচি পরিবর্তন জন্য। সূচি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন কাজ।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ওইটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’

One thought on “জাতীয় ক্রিকেটারদের ছাড়া খেললে সূচি পরিবর্তন করা যাবে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *