জাতীয় লিগে নিষিদ্ধ হলেন আকবর আলি
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলি। লিগের শেষ দুই রাউন্ডে খেলতে পারবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে রংপুরের ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচটিতে দুইবার আচরণবিধি ভঙ্গ করেন রংপুরের অধিনায়ক আকবর। জানা গেছে, প্রথমে ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আকবর। পরে ব্যাটিংয়ের সময়ও আউট দেওয়া নিয়ে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ব্যাট ছুঁড়ে মারেন। ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। শৃঙ্খলাবিধির লেভেল-২ ভঙ্গ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আকবর।
এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ম্যাচ রেফারি তাকে (আকবর) দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, ফলে এবারের আসরে তাকে আর দেখা যাবে না।
Rise to the top – Compete, play, and win! Lucky Cola