জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম কুষ্টিয়ার ইশতিয়াক

Share Now..

১১তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী ভার্চুয়াল অনুষ্ঠান আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিযোগীদের মধ্যে ‘সি’ ক্যাটাগরিতে কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক সাদাত প্রথম স্থান অধিকার করেন।

দেশের ৬৪ জেলা থেকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে ৯,৮০০ জন প্রতিযোগী রেজিষ্ট্রেশন করেন। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক পর্যায়ে তুমুল প্রতিযোগীতার মাধ্যমে ২৯০০ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে ১১শ’ জনের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ ৯৫ জনকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগীদের মধ্যে কুষ্টিয়া সরকারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী গোলাম ইশতিয়াক সাদাত “সি” ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে তিন ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ ট্রেনিং এ টিকে থাকাদের মধ্যে বাছাইকৃত পাঁচজন অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাবেন। সমাপনি অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি হওয়ায় বিজয়ীরা অনুষ্ঠানে অন লাইনে সংযুক্ত ছিলেন। বিজয়ী প্রতিযোগীদের মেডেল, টিশার্ট ও সনদপত্র ডাকযোগে পাঠানোর ঘোষনা দেয়া হয়।

কৃতিত্বপূর্ণ অর্জনকারী গোলাম ইশতিয়াক সাদাত কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক ও পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহারের পুত্র। গোলাম ইশতিয়াক সাদাত এর আগে ২০১৯ সালে এশিয়ান ফিজিক্স আন্তজার্তিক অলিম্পিয়াডের প্রতিযোগী হিসাবে অস্ট্রেলিয়া গমন করেন।

ভার্চুয়ালএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় প্রধান অতিথির ভাষনে শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি বলেন, পদার্থ বিজ্ঞান প্রতি নিয়নতই আমাদের সভ্যতা-জীবনকে প্রভাবিত করছে। পদার্থ বিজ্ঞানের সকল আবিস্কার অনন্য। রোগ নির্নয় থেকে শুরু করে সকল বিষয়ে আমাদের পদার্থ বিজ্ঞানের নির্ভর করতে হয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও প্রসার ঘটানোর উপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. জাফর ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক, বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, গনিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মনির হাসান, ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরশাদ মোমেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *